
হৃদয় হোসাইন-পাবনা:
র্যাব-১২,সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
সাঁথিয়া উপজেলাধীন করমজা ইউনিয়ন,করমজা ফকিরপাড়া মহল্লা থেকে অন্তঃজেলা মাদক ব্যবসায়ী শিমুল খাঁ(২৩)কে ৪৯০ পিচ ইয়াবা ও একটি মোবাইল ফোন সিম সহ আটক করেন।শিমুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাঁথিয়া উপজেলা শাখার সহ-সভাপতি হারুন দারোগার ভাতিজা ও ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য আমির খাঁর ছোট ছেলে। নাম না প্রকাশে একাধিক ব্যক্তি জানান, শিমুল দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে মাদকের ব্যবসা করে আসছে। অন্তঃজলার মাদক ব্যবসায়ীদের সাথে শিমুল এর যোগাযোগ ও উঠা বসা।
শিমুল এর সহযোগী হিসাবে মাদক ব্যবসায়ী আরো যারা আছে প্রশাসনের নিকট দাবি তাদের আটক করে আইনের আওতাই আনা হোক।
র্যাব জানান,মাদক মামলা আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।পাবনা জেলা কে মাদক,সন্ত্রাস ও দূনীর্তি মুক্ত করতে এমন অভিযান চলমান থাকবে।
Leave a Reply