প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২২, ৬:২০ অপরাহ্ণ
কাশিনাথপুরে মহাসড়ক দখল করে যানজট সৃষ্টির অপরাধে অর্থদন্ড

হৃদয় হোসাইন-পাবনা:
পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর হাটে রবিবারও বৃহস্পতিবার সপ্তাহের দুইদিন হাট বার।সড়ক দখল করে বসে পেঁয়াজ,রশুন,ধান এর হাট।ব্যাপারীরা বড় বড় ট্রাক লড়ী করে এ পেঁয়াজ বাজার জাত করা জন্য স্ট্যান্ড করে,সিংহ ভাগ সড়ক দখল করে রাখায় এ সময় সড়ক দিয়ে চলাচল করা মটরযান সহ পথচারীদের পড়তে হয় ভোগান্তিতে।সরেজমিনে দেখা যায়,ঢাকা-বগুড়া মহাসড়ক দখল করে বসেছেন পেয়াজ ব্যবসায়ীরা।ক্রেতারা ঝুঁকি নিয়ে কেনাকাটা করেন।ক্রেতাদের গা-ঘেঁষে চলাচল করছে দূরপাল্লার গণপরিবহন।বাকি যেটুকু জায়গা থাকে তার ওপর মহাসড়ক দখল করে বসে থাকে অটোরিকশা।ফলে তৈরি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা।অনেকটা ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে দেখা যায় শিক্ষাথী সহ সাধারণ পথচারীদের।সোমবার ৩০ অক্টোবর হাইওয়ে রাস্তা অবৈধ ভাবে দখল করে যানজট সৃষ্টি করার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও দোকানদার কে সর্বমোট ১৩ জনকে হাইওয়ে আইন,১৯২৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯,০০০ টাকা জরিমানা করা হয়।এ সময় হাইওয়ে রাস্তায় যত্রতত্র ভাবে গাড়ি পার্কিং করা, রড বা অন্যান্য মালামাল দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি সহ বিভিন্ন দোকান মালিকরা দোকানের বাইরে রাস্তার ওপর পণ্য সাজিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করায় তাদের এ জরিমানা করা হয়। সাঁথিয়া উপজেলা নিবার্হী অফিসার (UNO) নিদের্শনায়। মোবাইল কোর্ট পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) মো: মনিরুজ্জামান।সহায়তা করেন কাশিনাথপুর ফাড়ির পুলিশ সদস্যবৃন্দ।এ বিষয় মনিরুজ্জামান বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল
: parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.