নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।
মঙ্গলবার রাত ৭টায় নগরীর মিশনপাড়া এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খানপুরে গিয়ে সমাপ্ত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সহ সভাপতি শাহীন শরিফ, আশিকুর রহমান অনি, কামরুল হাসান বাবু, তারেক সোবহান বাবু, আরিফ, কাদির, মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক রাকিবুর রহমান সাগর, বন্দর থানা ছাত্রদলের আহবায়ক রাহিদ ইশতিয়াক, তোলারাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিজুল ইসলাম রাজিব সহ অনেকে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মমিনুর রহমান বাবু বলেন, দেশনায়ক তারেক রহমান ও তার পরিবারের উপর এসব মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবেনা আওয়ামী লীগ সরকার। অচিরেই এই সরকারকে গণদাবীর মুখে পদত্যাগে বাধ্য করা হবে। জনগনই আমাদের আমাদের নেতা তারেক রহমানকে এই দেশের মাটিতে ফিরিয়ে আনবে।
Leave a Reply