
হৃদয় হোসাইন -পাবনা:
পাবনার বেড়া উপজেলাধীন চাকলা ইউনিয়ন এর কুশিয়ারা মহল্লার বাসিন্দা মৃত ফরিদ খানের ছেলে হাফিজুর রহমান মঙ্গলবার ১লা নবেম্বর। উপজেলা নির্বাহী অফিসার বেড়া,পাবনা ও নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড বেড়া,পাবনায় স্বশরীরে উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।বরাবর অভিযোগ পত্রে তিনি লিখেছেন যে,জনাব বিনীত নিবেদন এই যে,আমি মোঃ হাফিজুর রহমান (৪০) পিতাঃ মৃত ফরিদ খান,সাং কুশিয়ারা,থানাঃ বেড়া,জেলাঃ পাবনা।এই মর্মে লিখিত অভিযোগ করিতেছি যে,আমার বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া বেড়া থানাধীন কুশিয়ারা মৌজায় অবস্থিত আর এস খতিয়ান নং ৩১৮ আর এস দাগ নং-২৫৭ দাগে পাঁচ শতক জমির মালিক হই। আর এস ২৫৮ দাগের দশ শতাংশ সম্পত্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এবং ২৫৭ দাগেরও চার শতাংশ ও পানি উন্নয়ন বোর্ডের।আমার দখলকৃত পাঁচ শতাংশ জমি ভোগ দখল করি এবং বাঁশ বাগান করি।কিন্তু বিবাদী ১।মোঃ ফজলু খাঁ (৬০) ২।মোঃ আজিজ খাঁ (৬৫) ৩।মোঃ শামচুল খা সর্ব পিতা মোঃ আহেজ খাঁ ৪।মোঃ মাজেম খাঁ,পিতাঃ মোঃ ফজলু খাঁ,সর্ব সাং-কুশিয়ারা,থানাঃ বেড়া,জেলাঃ পাবনাগন দীর্ঘদিন যাবত উক্ত জমি অবৈধ ভোগ দখলের পায়তারা করিতেছে। ইং ১৫/১০/২০২২ তারিখ আনুমানিক ৮.০০ ঘটিকার সময় হাতে খুন্তা, বাঁশের লাঠি,কাঠের বাটাম লইয়া উক্ত বসতবাড়ির আঙ্গিনায় জোর পূর্বক আমার বাঁশ ঝাড়ের বাঁশ কাটিয়া লইয়া যায়।এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গায় বাঁশের খুঁটি গারিয়া মাটি ভরাট করিতেছে এবং ওখানে ঘর উঠানোর পায়তারা করিতেছে।আমি এই বিষয়ে বেড়া মডেল থানায় একটি ইজহার দায়ের করি।আমার দখলকৃত ২৫৭ দাগের সামনেই পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা। আমি বাধা দিলে আমার নিজস্ব সম্পত্তির সামনে মাটি ভরাট করিয়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা ভরাট করিয়া ঘর-বাড়ি তুলিয়া জোর পূর্বক ভোগ দখল করিবে।এমতাবস্থায় উক্ত ঘটনাটি স্বরজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য জনাবের নিকট বিনীত ভাবে অনুরোধ করছি।এ বিষয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply