
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা শাখার কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর শুক্রবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারে পুরাতন ইউপি পরিষদ মাঠে রাত ৯ ঘটিকায় সময় লালমনিরহাট জেলা শাখার কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)ও আহ্বায়ক লালমনিরহাট জেলার, প্রভাষক মো.দেলাব্বর হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো.আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন,বিশেষ অতিথি ছিলেন মহাসচিব এ্যাডভোকেট মো.ইয়ারুল ইসলাম,এবং মো.তোফায়েল আহমেদ,কেন্দ্রীয় নির্বাহী সদস্য,এ্যাডভোকেট সাইফুল ইসলাম ফুয়াদ,সহঃযুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এ্যাডঃ আঃ রউফ,আহবায়ক যাত্রাবাড়ী,ঢাকা, এ,এম আলমগীর জলিল, আহবায়ক কেরানীগঞ্জ,এ্যাডঃমিজানুর রহমান ন্যাশনাল সিনেট সদস্য,কেন্দ্রীয় কমিটি ,এম.এ.আকরাম কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাহফুজুর রহমান,আহ্বায়ক গাইবান্ধা জেলা ও সিরাজুল ইসলাম পাটোয়ারী, সদস্য সচিব, রংপুর জেলা প্রমুখ।
সভায় বক্তারা তাদের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলেন। কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃকাজী রেজাউল ইসলাম বলেন,বর্তমানে গণতন্ত্র আমলাতন্ত্রের হামলায় জর্জরিত, তিনি আগামী নির্বাচনে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের পদ্ধতিগত পরিবর্তনের কথা উল্লেখ করেন যাহাতে ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে।
তিনি আরোও উল্লেখ করেন যে”পৃথিবীর ৭৬ টি দেশে কংগ্রেস নামে রাজনৈতিক দল আছে, আমাদের বাংলাদেশ কংগ্রেসও ৪৪ নং নিবন্ধিত দল।আমরা সবসময়ই নির্বাচনমূখী।দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে আমরা ডাব প্রতীকে আগামী নির্বাচনে অংশগ্রহন করবো”।
লালমনিরহাট জেলা কমিটি পুনর্গঠনে লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক প্রভাষক দেলাব্বর হোসেন কে সভাপতি ঘোষণা করেন।এবং আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply