
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ টি ওয়ার্ড নিয়ে গঠিত সিদ্ধিরগঞ্জ। আগামী ২৩ শে অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলী ও ২৫ অক্টোবর মহানগর আওয়ামীলীগের তারিখ ঘোষনা করলেও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে চলছে ধোয়াশা । এখন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রহর গুনছেন সম্মেলনের। ১৯ বছর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। এদিকে সম্মেলনের তারিখ ঘোষণা না হলেও নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙ্গাভাব বিরাজ করছে। সিদ্ধিরগঞ্জের সর্বত্র এখন একই আলোচনা সম্মেলন ঘিরে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান ২৯ বছর ধরে একই পদে বহাল রয়েছেন। অন্যদিকে ১৯ বছর পার করছেন সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া। দলটি টানা ১৪ বছর ক্ষমতায় থাকলেও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে কোনো গতি নেই বলে ক্ষোভ প্রকাশ করেন ত্যাগী নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা জানান, দলে নেতৃত্ব দিতে পারেন তৃণমূলে এমন যোগ্য নেতা থাকা সত্ত্বেও দলীয় পদ আঁকড়ে ধরে থাকতেই সম্মেলন করছেন না বর্তমান দায়িত্বপ্রাপ্তরা। এ নিয়ে কমিটির মধ্যে কয়েক বছর ধরেই চাপা ক্ষোভ চলে আসছে।
এদিকে সম্মেলন ঘিরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগে নতুন নেতৃত্ব নিয়ে কয়েক নেতাকে কেন্দ্র করে আলোচনা চলছে। তাদের মধ্যে রয়েছেন শ্রমিক নেতা সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রিয়াজ উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেতা বিএম আমির হোসেন , সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রমজান আলী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ নেতা হাজী মনিরুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক মতিন প্রধান , থানা আওয়ামীলীগের সভাপতির ছেলে হাজী মাহমুদুর রহমান প্রমুখ । এ ছাড়া বর্তমান কমিটির সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়াও ফের নেতৃত্ব পাওয়ার স্বপ্ন দেখছেন।
সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক মতিন প্রধান বলেন, আমি একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। আওয়ামী লীগ দিয়ে রাজনীতি শুরু করেছি। পরে অভিমান করে চলে গিয়েছিলাম। এখন আবার নিজের ঘরে ফিরে এসেছি। এমপি সাহেব যা ভালো মনে করবেন, তাই মেনে নেবো। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক প্রবীন রাজনীতিবিদ বিএম আমির হোসেন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত দলের দুঃসময়ে আমি দলের পাশে ছিলাম, থানা সম্মেলনে আমি সভাপতি পদে নির্বাচন করবো তবে আমি কোন লবিং করছি না । সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ নেতা হাজী মনিরুল ইসলাম বলেন, আমি চাই সম্মেলনের মাধ্যেমে নেতা নির্বাচিত হোক এবং তৃনমুল আওয়ামীলীগ যাকে চায় তাকেই নির্বাচিত করা হোক।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, সিটি করপোরেশন হওয়ার পর সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের হাতে চলে গেছে। তাই কাউন্সিল করবে মহানগর আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষনা হয়েছে। সিদ্ধিরগঞ্জের সম্মেলন হবে। তবে কবে হবে সঠিকভাবে বলতে পারছি না।
Leave a Reply