নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭ টি পূজা মন্ডপে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মোঃ সোহাগ রনি।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় হিন্দু ধর্মাম্বালীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের পূজা কমিটিবৃন্দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি মন্ডপে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল এক বস্তা পোলাও চাউল ও এক বস্তা করে মুগডাল।
এ সময় সোহাগ রনি বলেন, শারদীয় দূর্গা পূজার জন্য সোনারগাঁ উপজেলায় ৩৩টি পূজা মন্ডপ রয়েছে । তারমধ্যে আমাদের মোগরাপাড়ায় রয়েছে ৭টি পূজা মন্ডপ। যেহেতু দূর্গাপুজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। তাই প্রতি বৎসরই ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের প্রত্যেক পূজা মন্ডপে খাদ্য সামগ্রি বিতরণ করি। এবারো আমার নিজ উদ্যোগে পূজা উদযাপনের জন্য ৭টি পূজা মন্ডপে খাদ্য সামগ্রি বিতরণ করেছি। পূজা কমিটির উদ্দেশ্যে বলেন, আপনারা শান্তি পুর্ন ভাবে দূর্গাপূজা উদযাপন করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষনিক নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে সব সময় থাকবে। পূজা মন্ডপে কোন বিশৃঙ্খলা দেখাগেলে সাথে সাথে পুলিশকে জানাবেন।
৭টি মন্ডপে খাদ্য সামগ্রী ও অনুদান গ্রহণ করেন, শ্রী শ্রী গৌরনিতাই আখড়া মন্দিরের সভাপতি শ্রী লোকনাথ দত্ত ও সেক্রেটারি শ্রী রামপ্রসাদ দত্ত, কাবিলগঞ্জ মঙ্গলদ্বীপ যুব সংঘ দূর্গপূজা কমিটির সভাপতি লিটন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রাজু চন্দ্র দাস, কাঁমারগাঁও শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব কমিটির সভাপতি শ্রী শম্ভুনাথ দত্ত, সাধারণ সম্পাদক সুমন দত্ত, আশ্রাবদী যুব সংঘ সার্বজনীন দূর্গা পূজা কমিটির সভাপতি সজিব দাস, সাধারণ সম্পাদক সৎকুমার দাস, ভৈরবদী শ্রী শ্রী দূর্গা পূজা উদজাপন কমিটির সভাপতি শ্রী অনুকুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী ভক্ত চন্দ্র দাস, শ্রী শ্রী সাধু বাবু সম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ দও, সাধারণ সম্পাদক শ্রী হরি চন্দ্র দাস, বাগবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মাধব চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্রী অনুকুল রাজ বংশী।
এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ সহ বিভিন্ন পূজা মন্ডপের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.