বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জে বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে জাঙ্গাল নুরে মদিনা ফোরকানীয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাদ মাগরিবের নামাজের পড় ধামগড় ইউনিয়ন ২ নং ওয়ার্ডের জাঙ্গাল কবরস্থানের পাশে জাঙ্গাল নুরে মদিনা ফোরকানীয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব আলীহোসেন এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মতিউর রহমান সাবেক প্রধান শিক্ষক জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব জহিরুল হক মোল্লা সভাপতি জাঙ্গাল চৌরাস্তা জামে মসজিদ, খন্দকার হাতেম হোসাইন সাধারন সম্পাদক যুবলীগ বন্দর উপজেলা, শাহ জামান সাবেক যুগ্ন সম্পাদক বন্দর থানা আওয়ামী লীগ,ফয়েজুর রহমান ফয়েজ মোল্লা ইউপি সদস্য ২ নং ওয়ার্ড ধামগড় ইউনিয়ন ক্যাশিয়ার অত্র মাদ্রাসা, আলহাজ্ব মমিন আলী সহ সভাপতি অত্র মাদ্রাসা,আলমগীর হোসেন মালিক এম বি সি ব্রিকস।
সার্বিক সহযোগিতায়, আলহাজ্ব আজিজুল হক আজিজ সহ- সভাপতি বন্দর উপজেলা আওয়ামী লীগ ও সভাপতি জাঙ্গাল কেন্দ্রীয় জামে মসজিদ।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ হান্নান মাস্টার মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, মোস্তফা কামাল (সাবেক) মেম্বার ধামগড় ২ নং ওয়ার্ড,খন্দকার মনির হোসেন সমাজ সেবক, মিরহোসেন যুবলীগ নেতা,হাফেজ বাবুল হোসেন,জাকারিয়া, মোঃ রুবেল হোসেন, মোঃ ইয়াকুব,গনি মাসুম, আল আমিন,রেজাউল, তাওলাদ হোসেন,নজরুল ইসলাম, ইজ্জত আলী,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
দোয়া অনুষ্ঠানে ইদ্রিস আলী মাওলানা মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মুনাজাত শেষে জাঙ্গাল কবরস্থানের সকল মৃত ব্যক্তিদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে ও অত্র মাদ্রাসা কমিটি ও সকলের সুস্থতা কামনা করে দোয়া করানো হয়।
এবং জাঙ্গাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও জাঙ্গাল নুরে মদিনা ফোরকানীয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার ইমাম উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.