বেড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আমিনপুর থানাধীন ঢালারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঢালারচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।২৬ সেপ্টেম্বর সোমবার সন্ধায় এ ঘটনা ঘটেছে এতে নারী সহ দুইজন আতহ হওয়ার খবর পাওয়া গেছে।
এঘটনায় আনিছ শেখ,পিতা জামাল শেখ সাং ঢালারচর আমিনপুর থানায় উপস্থিত হয়ে একটি লিখিতো অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে যানা যায় যে,বাবলু মণ্ডল (৩৩) পিতা-মোকছেদ মন্ডল ২।মজিদ মন্ডল(২৬) পিতা-খালেক মন্ডল,৩।নিজুল মন্ডল (২৮) পিতা-সাবের মন্ডল।৪ মতিন মণ্ডল (৩০) পিতা-খালেক মণ্ডল ৫। মো. উজ্জ্বল মন্ডল (২৭) পিতা-জাফের মন্ডল ৬। মোঃ হোসেন মন্ডল (২৫) পিতা-মোকছেদ মন্ডল সব সাং ঢালারচর,থানা-আমিনপুর,জেলা পাবনা সহ অজ্ঞাত নামা ৩/৪ জন ২৬/০৯/২০২২ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকায় সময় লোহার রড়,কাঠের বাটাম,বাশের লাঠি সহ বে-আইনি।জনতায় দলবদ্ধ হইয়া আমার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমার মা আসমা বেগম (২০) এর নাম ধরিয়া অকথ্য ভাষা গালিগালাজ করে।
তখন আমার মা আগাইয়া আসিয়া বিবাদীদের কে গালিগালাজ করিতে নিষেধ করিলে ১নং বিবাদী বাবলু মন্ডল হুকুম দিয়া বলে যে,শালীরে জীবনের মত শেষ করিয়া দে,এই হুকুম পাওয়া ২,৩,৪ নং বিবাদী তাহাদের হাতে থাকা লোহার রড ও বাশের লাঠিদ্বারা এলোথাড়ী মারপিট করিয়া আমার মায়ের শরীরের বিভিন্ন অংশে ছিলাফোলা জখম করে।তখন আমার মা মাটিতে লুটাইয়া পরিলে ৫.৩ নং বিবাদী তাহাদের হাতে থাকা কাঠের বাঠাম দিয়ে এলোপাড়া মারপিট করিয়া আমার মায়ের শরীরের বিভিন্ন অংশে ছিলাফোলা জখম করে।
তখন আমার চাচা কামাল শেখ (৩৩) আগাইয়া আসিয়া মারপিট ঠেকানোর চেষ্টা করিলে সকল বিবাদী তাহাদের হাতে থাকা লোহার রড দ্বারা মারপিট করিয়া ছিলাফোলা জখম করে।তখন আমার ফুফু রেনু খাতুন আগাইয়া আসিলে ৩নং বিবাদী আমার ফুফুকে মারপিট করে এবং ফুফুর নিকটে থাকা ৮৫,০০০/-(পচাশি হাজার )টাকা ছিনিয়ে নেয়।ঘটনার বিষয়ে আমাদের আত্মচিৎকার সাক্ষী আতিকুল সরদার (৩৫) পিতা-সহিদ সরদার সাং- দারাই ২। সাহেদ মোল্লা (৩২) পিতা মো: জালাল মোল্লা সাং-ঢালারচর ৩। মো: রফিক মন্ডল (৪০) পিতা-সোহরার মণ্ডল সাং-হিজলাকোঠা।
ইউনিয়ন-ঢালারচর থানা-আমিনপুর, জেলা- পাবনা সহ আরও আসিলে বিবাদীগণ বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।পরবর্তীতে আমি স্থানীয় লোকজনের সহায়তায় আমার মাকে পাবনা জেনারেল হাসপাতাল পাবনা চিকিৎসা জন্য ভর্তি করি আমার মায়ের চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় বিষয়টি আত্মীয়-স্বজনদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
এবিষয় আমিনপুর থানার ওসি রওশন আলী জানান,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করবো।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.