নিজস্ব প্রতিবেদক:-
দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও রাজধানীর গুলিস্তান থেকে সোনারগাঁও মেঘনাঘাট রুটে চলাচল শুরু করছে পারমিট বিহীন বোরাক এসি নামের যাত্রীবাহী বাস।
রুটের বৈধ পারমিট না থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়াম হতে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও মেঘনাঘাট রুটে চলাচলরত বোরাক এসি বাস বন্ধ করে দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ট্রাফিক) এর উর্ধ্বতন কর্মকর্তারা।
গতকাল শনিবার থেকে দালালদের মাধ্যমে অদৃশ্য শক্তি ব্যবহার করে আবারও রাজধানীর গুলিস্তান থেকে সোনারগাঁও মেঘনাঘাট রুটে পারমিট বিহীন বোরাক এসি বাসগুলো চলাচল শুরু করছে।
জানা গেছে, ঢাকা সায়েদাবাদ হতে কুমিল্লা হোমনা ভায়া গৌরীপুর আন্তঃজেলা রুটের বাস পারমিট নিয়ে অবৈধভাবে পুরাতন এসি বাস গুলো গত ১জুন থেকে ঢাকা আরটিসি’র কোন অনুমোদন না নিয়ে ”বোরাক এসি” নাম দিয়ে গাড়িগুলো অবৈধভাবে কাউন্টার বসিয়ে গাড়ি চলাচল শুরু করছিল। পরে বৈধ পারমিট না থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ রুট গুলিস্তান রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হলে বোরাক এসি বাস বন্ধ করে দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ট্রাফিক) এর উর্ধ্বতন কর্মকর্তারা।
”বোরাক এসি” বাস কোম্পানীর পরিচালকদের কোন মালিকানা গাড়ি না থাকা সত্ত্বে ও তারা এসি বাসের মালিকদের কাছ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণের আর্থিক সুবিদা নিয়ে ”বোরাক এসি” ব্যানারে বাস গুলো চলাচল করতে দিচ্ছে। এতে করে রাজধানীর গুলিস্তান ও জিরো পয়েন্ট এলাকায় অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল।
এদিকে ঢাকা আরটিসি’র অনুমোদন ছাড়া বাসগুলো চলাচলের কারণে এ রুটে বৈধ পারমিটধারী বাস মালিকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এ ব্যাপারে বোরাক এসি বাসের পরিচালক আক্তার হোসেনের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি গাড়ির বৈধ পারমিট দেখাতে ব্যর্থ হোন এবং আগামীকাল সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো, মুনিবুর রহমান এর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, পারমিট বিহীন বোরাক এসি গাড়ি বন্ধ করা হয়েছিল। যদি অবৈধভাবে আবারও চলাচল করে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.