নিজস্ব প্রতিবেদক:-
নানা কর্মসুচির মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (২৩ই জুন ) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা চত্ত্বরে পবিত্র কুরআন তিলাওয়াতের পর দলীয় নেতাকর্মীরা সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাদের পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন ও উপজেলা কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ডা: আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, বারদি ইউপি লায়ন বাবুল, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, পৌর মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, এডভোকেট ফাজলে রাব্বী, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন ও ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.