নিউজ ডেস্ক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হেঁটে মহাসড়কর পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার কাঁচপুর মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা যায়।
নিহতরা হলেন, বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী শামসুন্নাহার বেগম (৫৯) ও নাসির উদ্দিনের মেয়ে আরফি আক্তার (৮)। তারা দুইজনের দাদি ও নাতনি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন বলেন, ‘দুইজন নরসিংদী যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। দুপুর ১টার দিকে কাঁচপুর মোড়ে দাদি ও নাতনি দুইজন হেঁটে মহাসড়ক পারাপার হচ্ছিল। ওইসময় ঢাকামুখী দ্রুতগামী এশিয়া লাইন পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিলে তারা ছিটকে মহাসড়কের পাশে পরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বাসটি আটক করলেও এর চালক ও হেলপার দুইজনই পালিয়ে যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুপুরে গুরুত্বর অবস্থায় দাদি ও নাতনিকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় দাদি মারা যায়। আর বিকেল ৫টার দিকে আইসিইউতে নাতনি মারা যায়। ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.