নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভিতরে পলমল গ্রুপের হামজা ফ্যাশনের নির্মানাধীন কারাখানার ভূগর্ভে থাকা গ্যাস সংযোগ পাইপ ছিদ্র হয়ে লাগা আগুন সাড়ে ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে কারখানা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে ভূগর্ভে থাকা তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে যায়৷ পাইপ লাইন ফেটে যাবার কয়েক ঘন্টা পর সাড়ে দশটার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এসময় গ্যাসলাইনের আগুন শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার পরই গ্যাসের লাইন বন্ধ করে দেয়া হয়। কিন্তু ২০ ইঞ্চির পাইপ লাইনে প্রচুর গ্যাসের প্রেশার ছিল। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
নির্মাণশ্রমিক উজ্জ্বল হোসেন বলেন, সব মিলিয়ে সেখানে ২০ জন লোক ছিলেন। পাইপ ফাটার পর সবাই দূরে সরে যায়। বিস্ফোরণের সময় কাছাকাছি কেউ ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেখানে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন।
নির্মাণাধীন কারখানা ভবনের সার্ভে কাজ করা অ্যাডভান্স কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. রনি বলেন, মেশিনের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলছিল৷ পাইলিং প্রায় বিশ ফুট গভীরে যাবার পর গ্যাসের পাইপ ফেটে যায়৷ তীব্র বেগে উপরের দিকে বালু উঠতে থাকে।
এভাবে তিন ঘন্টা বালু উঠার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ পরে আগুন জ্বলতে থাকে। বিস্ফোরণে মাটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।
এদিকে এ অগ্নিকান্ডের খবর পেয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কার্যালয়ের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র্যাবের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনাস্থলে ছুটে আসেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.