নিজস্ব প্রতিবেদক:-
সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় আবুল হোসেন তুষারকে ফুল দিয়ে অভিনন্দন ও সংবর্ধনা জানিয়েছেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ’সোনারগাঁ। রোববার (২৯ মে) বিকেল ৪টার দিকে মোগরাপাড়া চৌরাস্তায় হাবিবপুর এলাকায় অবস্থিত আইডিয়াল স্কুল এন্ড কলেজ’সোনারগাঁ এর অধ্যক মো. মিজানুর রহমান খান ও উপাধ্যক্ষ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রভাষক বৃন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজের কো অপ্ট সদস্য আবুল হোসেন তুষারকে ফুল দিয়ে অভিনন্দন ও সংবর্ধনা দেন।
শুক্রবার ( ২৭মে ) সকালে সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উর হক মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন আবুল হোসেন তুষারকে।
এদিকে আবুল হোসেন তুষার বলেন, মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসী আমাকে যে ভালবাসা দিয়েছে সে ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা। তারা আমাকে ভালবেসেছে বলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত করেছে। মানুষ আমাকে যে ভালবাসা দিয়েছে আমি আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও সেই ঋণ শোধ করার চেষ্টা করবো। সাথে যেসব মেম্বার প্রার্থীরা আমাকে ভালবেসে আমাকে মেম্বার হওয়ার সুযোগ করে দিয়েছে সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.