1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সই’

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১১৩ বার পঠিত

নিউজ ডেস্কঃ-

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সই’ প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। মুম্বাইয়ের একজনের শরীরে কোভিড-১৯-এর নতুন ধরন শনাক্ত হয়েছে বলে মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর বুধবার জানিয়েছে। খবর এনডিটিভির।

করোনাভাইরাসের এই এক্সই রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক বলে গত সপ্তাহে সতর্ক করেছিল গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণ বা রিকম্বিন্যান্ট মিউটেশনের ফলেই পরিব্যক্ত এক্সই ধরনটি সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ডাব্লিউএইচও’র বিশেষজ্ঞরা।

রিকম্বিন্যান্ট মিউটেশন তখনই দেখা দেয় যখন একজন রোগী কোভিডের একাধিক ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়। নতুন এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের তুলনায় ১০ গুণ দ্রুত ছড়ায় বলেও সতর্ক করেছে ডাব্লিউএইচও।

গত ১৯ জানুয়ারি ব্রিটেনে প্রথম এই ভাইরাসটি চিহ্নিত হয় বলে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন। ২২ মার্চ পর্যন্ত ৬৩৭ জনের শরীরে ‘এক্সই’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে খুব দ্রুত সংক্রমিত করতে পারলেও এক্সই ভ্যারিয়েন্ট তেমন প্রাণঘাতি নয় বলেই গবেষকরা ধারণা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Theme Park BD