নিজেস্ব প্রতিবেদক:
বন্দরে সদ্য অনুষ্ঠিত ইউপি নিবার্চনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি দেলোয়ার প্রধান। নিবার্চনী প্রতিশ্রুতি হিসেবে অন্যের জায়গায় স্থাপনা নির্মাণ করতে গিয়ে খোদ পুলিশি বাধার মুখে পরেছে চেয়ারম্যানের অনুসারিরা। দেলোয়ার প্রধানের অনুসারীরা প্রতিশোধ নেওয়ার জন্য বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের ভাই নাজিম উদ্দিন প্রধানের ক্রয়কৃত জায়গা দখলের ব্যার্থ চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
২২ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিধরাস্থ নন্দীবাড়ী এলাকায় জিধরা যুব সংঘ ব্যানারে ওই জমি দখলের ব্যর্থ চেষ্টার ঘটনাটি ঘটে।
দখলের চেষ্টাকারি জিধরা যুব সংঘের সভাপতি জুয়েল গনমাধ্যমকে জানান, গত ইউনিয়ন পরিষদের নিবার্চনে দেলোয়ার প্রধানকে পাশ করালে জিধরা যুব সংঘকে ভূমিসহ স্থানীয় একটি ক্লাব করে দিবে বলে তিনি আমাদের এই প্রতিশ্রুতি দেয়। নিবার্চনের পরে আমরা ৫১ জন সদস্য চাঁদা দিয়ে ৩০ হাজার টাকায় একটি ঘর ক্রয় করি। পরে মঙ্গলবার সকালে আমরা ঘর তোলার চেষ্টা করলে পরে পুলিশ এসে আমাদের ঘর তোলা পন্ড করে দেয়।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের সাথে বিকেল ৫টা ৩১ মিনিটে তার ব্যাক্তিগত ০১৭১৩২১৪৯৩৭ ও ০১৯৭৮৫৫৫৫৮৮ নাম্বার ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ক্রয়কৃত জমির মালিক নাজিম উদ্দিন প্রধান গনমাধ্যমকে জানান, কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার প্রধানসহ তার সন্ত্রাসী বাহিনী কলাগাছিয়া ইউনিয়নের সর্বত্র স্থানে ত্রাসের রাজত্ব কায়েম কররা ব্যাপক অভিযোগ রয়েছে। আমরা ভাই কাজিম উদ্দিন প্রধান নিবার্চনে অংশগ্রহণ করার অপরাধে দেলোয়ার প্রধান জিধরা যুব সংঘের ব্যানারে আমার ক্রয়কৃত জায়গা দখলের ব্যার্থ চেষ্টা চালিয়েছে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, আমি জমি দখলের সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলকারিরা পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.