সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ ২০২২ইং বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও আল মদিনা শপিং মহল এর সামনে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মাহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজামাল তোতা সাবেক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা শাহআলম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী মোঃ ছগির আহমেদ, আওয়ামী নেতা মোস্তফা, আবুল কাশেম, সাবেক ছাত্রলীগ নেতা এস.এম আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সেলিম, যুবলীগ নেতা আলমগীর হোসেন, সোনারগাঁও ডিগ্রী কলেজের ভিপি সজল চন্দ্র ঘোষ, জিএস অর্নি আলম, শাখাওয়াত হোসেন, গনি প্রধানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। মিলাদ শেষে উপস্থিত ৫শত লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply