সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক কৃষকের বসতঘরে আগুন লেগে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান কাজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার ঘটনায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কৃষক তাবারক হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক তাবারক হোসেন স্বপরিবার নিয়ে রূপগঞ্জ উপজেলার বরপাঁ এলাকায় বৃহস্পতিবার তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রাতে বাড়ি ফেরেনি। রাত ১২টার দিকে তাবারকের বসতঘরে আগুন লাগলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও ততক্ষনে ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এমন ঘটনার খবর পেয়ে আজ শুক্রবার সকালে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগীতা করেন।
ভুক্তভোগী কৃষক তাবারক হোসেন জানান, রাত ১২ টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখি বসতঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। এখন দুটি সন্তাসহ আমার পরিবারকে নিয়ে কোথায় থাকবো। তাই সকলে সহযোগীতা কামনা করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.