নিজস্ব প্রতিবেদক:
নিজ ভাইয়ের সাথে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাত মামলায় সিনথিয়া সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক এর পরিচালক আব্দুল আউয়াল সুমন এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। এর আগে ‘সিনথিয়া সিকিউরিটিজ’ এর ডিরেক্টর সাইদুজ্জামান সজীব বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। শাহবাগ থানা সূত্রে জানা যায়, আসামির পরীবাগস্থ ২নং প্রিয় প্রাঙ্গন, ফ্ল্যাট নং- ডি, ৬/১২তে গ্রেফতারী পরোয়ানা তামিল করতে গেলে ফ্ল্যাটটি তালাবদ্ধ পাওয়া যায় এবং এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয় থানা থেকে। মামলার বাদী সাইদুজ্জামান সজীব জানান, আসামি আব্দুল আউয়াল সুমন তার সহোদর বড় ভাই যে দীর্ঘদিন কোম্পানির অংশীদারদের লভ্যাংশ বেআইনিভাবে একা হাতিয়ে নিয়েছে। এছাড়া জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তাদের পিতা মৃত মোঃ সেলিম, যিনি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ছিলেন উনার সমস্ত শেয়ার আত্নসাত করে নিজেকে উক্ত ব্যাংকের পরিচালক হিসেবে অধিষ্ঠিত করেছে। বিজ্ঞ আদালত উক্তসকল বিষয় আমলে নিয়ে এ আদেশ দিয়েছেন বলে মনে করেন তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.