1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন

সোনারগাঁয়ে আ’লীগের ভাষা দিবস পালন: বিতর্কিত ও নিন্দার ঝড়

  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৪ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্যের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া বিতর্কিত লায়ন বাবুলকে সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় তৃনমুল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নিন্দার ঝড় উঠে।

বিতর্কিত সেই বিনা ভোটের ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি দেয়ার একদিন শেষ হতেই ২১ ফেব্রুয়ারী রাতে তাকে উপজেলা আহবায়ক কমিটির সাথে শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করেন লায়ন বাবুল।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী একটি ইসলামিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে বেফাঁস বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন বারদী ইউনিয়নের বিনা ভোটের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। তার বেফাঁস বক্তব্যের কারণে গত ১৭ ই ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেন। এরপর গত শনিবার সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটির এ জরুরী সভায় জেলা আওয়ামীলীগের অব্যাহতি বহাল রেখে তাকে শোকজের চিঠি দেন।

এমন বিরাজমান পরিস্থিতিতে দেখা যায় উপজেলা আহবায়ক কমিটির শীর্ষ নেতাদের সাথে লায়ন বাবুল শহীদ মিনারে এসে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেখানে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন প্রশ্ন তুলেন। সৃষ্টি হয় বিতর্কের। স্থানীয় তৃনমুল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নিন্দার ঝড় উঠে।

আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জানান, লায়ন বাবুল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মেয়ে দেশের চারবারের প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে যে বক্তব্য করেছে তা ক্ষমার অযোগ্য। প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্যের পরও তার মতো বিতর্কিত নেতা কিভাবে দলের নেতৃবৃন্দের সাথে স্থান পায় সে প্রশ্ন আহবায়ক কমিটির কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Theme Park BD