সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় অসহায় কৃষকের তিন বিঘা জমি বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে দুটি হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে। গত তিনদিন ধরে ওই জমিতে ট্রাকের মাধ্যমে বালু ফেলে দখল করা হচ্ছে বলে ভুক্তভোগী জমির মালিক আব্দুল মান্নান অভিযোগ করেছেন। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, উপজেলার নয়াগাঁও এলাকায় দুধঘাটা মৌজায় সিএস ও এসএ ১৯৯, আরএস ২৭৯, সিএস ও এসএ ১৯৮ ও আরএস ২৭৮, সিএস ও এসএ ২০০, আরএস ২৮০ দাগে প্রায় তিন বিঘা জমি ওই এলাকার আলী আহম্মদ ও সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি আব্দুল আলী, গিয়াসউদ্দিন ও আব্দুর রউফসহ ২০-৩০ জনের একটি দল বালু ফেলে দখলে নিচ্ছে।
ভুক্তভোগী জমির মালিক আব্দুল মান্নান জানান, ৮ বছর আগে এ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে তিনি ভোগদখলে আছেন। নয়াগাঁও গ্রামে তিনটি হত্যাকাণ্ডের পর ওই এলাকায় আব্দুল আলীর নেতৃত্বে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করা হচ্ছে। তার জমি পতিত থাকার কারণে বালু ফেলে দখলে নিচ্ছে তারা। প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেবো। এলাকাবাসীর অভিযোগ, নয়াগাঁও গ্রামের দুটি পক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। সুযোগ বুঝে উভয় পক্ষ নিরীহ মানুষের জমি দখল থেকে শুরু করে সব অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনও অজ্ঞাত কারণে মুখ বন্ধ করে রাখে।
অভিযুক্ত আব্দুল আলীর বক্তব্য জানতে তার ০১৬২....... মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জমি দখলের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.